শাহিনুর রহমান সোনা, রাজশাহী: ২৯ তম রাজশাহী ইন্টারন্যাশনাল অনূর্ধ্ব ১৮ জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপে বালিকা এককে ভারতের আরাধিয়া ভারমা ৬-৩, ৬-১ সেটে স্বদেশী এঞ্জেল প্যাটেলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন।
বালিকা দ্বৈতে ভারতের সেই জানি ব্যানার্জি ও পল উপাধায়া ৭-৫, ৭-৬ সেটে শ্রীলংকার ধেনেথা ও নেপালের সুনীরাদের পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়াও বালক এককে দক্ষিণ কোরিয়ার জুহুন স্বদেশী ডং হেয়ন এর কাছে পরাজিত হয়েছে। বালক দ্বৈতে ভারতের নাইষিক ও থাইল্যান্ডের পাব্র পুছ ৬-৩,৬-১সেটে দক্ষিণ কোরিয়ার জুন হিয়ক স্বদেশী জিসুন লিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন।
শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে রাজশাহী আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে সমাপনী অনুষ্ঠানে বিজয়ী খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। রাজশাহীর বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে রাজশাহী ডিআইজি আনিসুর রহমান, টেনিস কমপ্লেক্সের চেয়ারম্যান ডাক্তার রওশন আলী, সাধারণ সম্পাদক এহসানুল হুদা দুলু, যুগ্ন সম্পাদক কায়সান আহমেদ প্রমুখে উপস্থিত ছিলেন।
Like this:
Like Loading...
Leave a Reply