রাজশাহী ব্যুরো: সাংবাদিকতার মহান ব্রতে বলিয়ান হয়ে সত্যনিষ্ঠ পথে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসুন, কাজ করুন মানব সেবায়…সাংবাদিকদের উদ্দেশ্যে এরকমই কথা বলছিলেন রুরাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ) চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম।
শনিবার (১৮ নভেম্বর) দুপুরে টিএমএস মহিলা মার্কেটের ৫ম তলায় চাঁদনী হলরুমে আরজেএফ বগুড়া জেলা শাখার আয়োজনে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির বগুড়াস্থ নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কবি কুসুম কুমারী দাশের বিখ্যাত কবিতা আদর্শ ছেলের “আমাদের দেশে হবে সেই ছেলে কবে / কথায় না বড় হয়ে কাজে বড় হবে ? / মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন / ‘মানুষ হইতে হবে’ – এই যার পণ। / বিপদ আসিলে কাছে হও আগুয়ান / নাই কি শরীরে তব রক্ত, মাংস, প্রাণ ? / হাত পা সবারই আছে, মিছে কেন ভয় ?… চরণগুলো আবৃত্তি করে তিনি বলেন, কবি কুসুম কুমারী দাশের আদর্শ ছেলের মত আদর্শে বলীয়ান হতে হবে সাংবাদিকদের। সমাজের নানাবিধ সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন চিত্র তুলে ধরার পাশাপাশি সাংবাদিকের চরিত্র হবে মানবিক, দেশাত্মবোধ ও উদারচিত্তের !
২৮ অক্টোবর’২৩ জাতীয় প্রেসক্লাবে রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র জাতীয় কাউন্সিল- এ বগুড়া জেলা শাখা থেকে কেন্দ্রীয় কমিটির নব-নির্বাচিত যুগ্ম মহাসচিব শাহ্ মেহেদী হাসান লিটন, সহ-সাংস্কৃতিক সম্পাদক সফিকুল ইসলাম সফিক, সহ-মানবাধিকার সম্পাদক মোঃ রশিদুর রহমান রানা, সহ -আপ্যায়ন বিষয়ক সম্পাদক ইশা খাঁ, নির্বাহী সদস্য হাফেজ মাওঃ মোঃ সাইফুল ইসলাম, সেকেন্দার আলী বাদশা, মোখলেছুর রহমান মুকুল, গোলাম আযম শামীম সহ ১৩ জনকে সংবর্ধণা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরজেএফ কেন্দ্রীয় কমিটির মহাসচিব সেকেন্দার আলম শেখ, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান সোনা ও অপর সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন রকি। এসময় বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রগ্রেস পাবলিক স্কুল এন্ড কলেজ, বগুড়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মোস্তাফিজার রহমান এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরজেএফ বগুড়া জেলা শাখার উপদেষ্টা মানবাধিকার নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ আলী জিন্নাহ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রবীণ হিতৈষী সম্পাদক ও নন্দীগ্রাম উপজেলা আরজেএফ’র সভাপতি মোঃ আবু সাঈদ, বগুড়া জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক আরমান হোসেন ডলার, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুর রহমান আপেল, বগুড়া জেলা শাখার প্রচার সম্পাদক এনামুল হক সরকার, মানবাধিকার সম্পাদক এএম রায়হান ইসলাম, সহ মানবাধিকার সম্পাদক মোঃ খালেদ হাসান, মহিলা বিষয়ক সম্পাদক হাফসা খাতুন হ্যাপী, সদস্য শিবলু রহমান, বিউটি খাতুন, মনিরা জাহান খান প্রমুখ।
Leave a Reply