ঠাকুরগাঁও প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে ঠাকুরগাঁও-৩ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রবিউল ইসলাম রবি।
সোমবার রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় মনোনয়ন ফরম জমা দেন তিনি।
মনোনয়ন ফরম জমা দিয়ে রবি বলেন, দীর্ঘ ২৪ বছরও ঠাকুরগাঁও-৩ আসনে জোটের কারণে দলীয় কোন মনোয়ন না পাওয়ায় এই এলাকাটি উন্নয়ন থেকে পিছিয়ে আছে। এই আসনের মানুষ চায় নতুন মুখ। দলের দায়িত্ব পালনের পাশাপাশি এলাকার মানুষের জন্যও দীর্ঘদিন কাজ করছি আমি। দল থেকে যদি আমাকে এই আসনের জন্য দলীয় ভাবে মনোনয়ন দেয়া হয় আশা করি ব্যাপক সাড়া পাবো এবং বিপুল ভোটে জিতবো।
Leave a Reply