প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ২:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৩, ১০:৩৯ পূর্বাহ্ণ
আ’লীগের মনোনয়ন ফরম জমা দিলেন ডাবলু সরকার
এসএম শফিকুল আলম ইমন: আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই উপলক্ষে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৩ (রাজশাহী-২) সদর আসনে দলীয় মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ডাবলু সরকার।
সোমবার (২০ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ৫৩ (রাজশাহী-২) সদর আসনে মনোনয়ন ফর্ম জমা দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহ-সভাপতি মোঃ বদরুজ্জামান খায়ের, মোঃ রেজাউল ইসলাম বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আজাদ, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মুকিদুজ্জামান জুরাত, উপ-প্রচার সম্পাদক মোঃ সিদ্দিক আলম, সদস্য মোঃ আশরাফ উদ্দিন খান, সৈয়দ মন্তাজ আহমেদ, মোঃ ইসমাইল হোসেন, মোঃ মুজিবুর রহমান, মাসুদ আহমেদ, আশীষ তরু দে সরকার অর্পণ, মোঃ আলিমুল হাসান সজল, মোঃ খাইরুল বাসার শাহিন, আওয়ামী জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শরীফ আলী মুনমুন, রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ জেডু সরকার, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মাহমুদ আলী জন, গৌতম দাস সহ বিপুল পরিমাণ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী।
© 2024 Probashtime