সোমবার (২০ নভেম্বর) দুপুরে পবা ও মোহনপুরের বিপুল সংখ্যক নেতা কর্মীকে সাথে নিয়ে বঙ্গবন্ধু এভিনিউ এ দলীয় কার্যালয়ে যান আসাদুজ্জামান। সেখানে আসাদের পক্ষে রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক হোসেন ডাবলু ও শরিফুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুস্তাক আহমেদ, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের নেতা এনামুল হক, জেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক রফিকুজ্জামান রফিক দলীয় মনোনয়ন ফরম জমা দেন।
আসাদের মনোনয়ন ফরম জমা দেয়ার সময় দলের কেন্দ্রীয় কার্যালয়ে মোহনপুরের নেতা সুলতান মাস্টার, প্রভাষক সাইদুর রহমান, আজার আলী, আফছার আলী, শামসুল হক, বড়গাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক রহমান মাসুম, পারিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল বারি ভুলু, হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান বাদল, সাধারণ সম্পাদক পান্না, বড়গ্রাম ইউনিয়ন আওয়ামী নেতা হেলাল উদ্দিন, শাহাদাত হোসেন পিন্টু, দামকুড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বাবু হোসেন, হলদিপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রফিক, নওহাটা পৌর নেতা বাবুল হোসেন, বাবু রহমান, সেতাবুর রহমান, মোহনপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মজিবর মাস্টার ও সাধারণ সম্পাদক মিলন মাস্টার, নওহাটা পৌর ছাত্রলীগের সভাপতি তানভীর আলী, মোহনপুর ছাত্রলীগের নেতা তাপস, রিপন শেখ, হাফিজুর রহমান হাফিজ, কামাল হোসেনসহ পবা ও মোহনপুরের সকল স্তরের আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply