ঠাকুরগাঁও প্রতিনিধি \ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে ঠাকুরগাঁও-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।
গত রেবাবার রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় মনোনয়ন ফরম জমা দেন তিনি।
আ.লীগ নেতা সুজন বলেন, বঙ্গবন্ধুর আদর্শ এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেখানো পথই আমার কাছে রাজনীতি। কোনো পার্থিব লোভে রাজনীতি করি না। বঙ্গবন্ধু কন্যা যদি আমার ওপর আস্থা রেখে মনোনয়ন দেন তবে তার সেই আস্থা রক্ষায় জীবন দিতেও কুণ্ঠাবোধ করব না। ঠাকুরগাঁও-২ আসনে বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করে জাতির পিতার আদর্শ সমুন্নত রাখতে কাজ করব।
Leave a Reply