বাগমারা প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (জাতীয় আসন নং ৫৫) রাজশাহী-৪ বাগমারা থেকে আ'লীগের দলীয় মনোনয়নে মনোনীত হয়েছেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ। গত রোরবার দলটি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন ঘোষনা করেন। দলীয় মনোনয়ন পেয়ে বাগমারা উপজেলায় অধ্যক্ষ আবুল কালাম আজাদ পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন উপজেলা আ'লীগের নেতৃবৃন্দ।
সোমবার ( ২৭নভেম্বর ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ান এর কাছ থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেন প্রার্থীর বড় ভাই আবুল কাশেম।
জানা যায়, আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে রোববার ( ২৬নভেম্বর ) বিকেলে কেন্দ্র হতে মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের। রাজশাহী-৪ বাগমারা আসনে বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের পরিবর্তে তাহেরপুর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদকে এবার মনোনীত করা হয়। মনোনয়ন পাওয়ার পর থেকে বাগমারায় সাধারন ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
মনোনয়ন ফরম উত্তোলনকালে ইউএনও'র কার্যালয়ে উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর আ’লীগের সভাপতি আবু বাক্কার মৃধা মুনসুর, গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সরকার, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সাবেক সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন, জেলা পরিষদের সদস্য আবু জাফর মাস্টার প্রমুখ।
You cannot copy content of this page