নিজস্ব প্রতিবেদক: মরহুম আব্দুল মান্নান খানের ছেলে ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানির প্রতিষ্ঠাতা সভাপতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জার্মান আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইউনুস আলী খানের ভাতিজা নাজমুল খান (ইভন) ২৬শে নভেম্বর ঢাকার গুলশানে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মার্কেটিং বিষয়ে লেখাপড়া সমাপ্ত করে নাজমুল খান সম্প্রতি মেঘনা গ্রুপে চাকুরিতে যোগ দিয়েছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ৩২ বছর।
ইউনুস আলী খান এক শোক বার্তায় নাজমুল খানের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং মরহুমকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করেন সেই প্রার্থনা করেছেন। এছাড়া মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।
সোমবার জানাজার নামাজের পর বিক্রমপুরে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।
You cannot copy content of this page