প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ১:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২৩, ১:২৮ অপরাহ্ণ
ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন দিবস উদযাপিত
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে "ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন"( ITEC- Indian Technical and Economic Cooperation) দিবস-২৩ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে রাজশাহীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে ইন্ডিয়ান সহকারি হাই কমিশনার অফিস রাজশাহীর আয়োজনে থিম অব জি-২০ "One Earth, One Family, One Future" স্লোগান নিয়ে আইটেক দিবস-২৩ উদযাপিত হয়।
এ অনুষ্ঠানে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারি হাই কমিশনার শ্রী মনোজ কুমার, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. বিধান চন্দ্র দাস ও রাজশাহী মেট্রো পলিটন পুলিশের (আরএমপি) কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার বলেন, ‘বাংলাদেশ আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র। একই সঙ্গে ভারতের উন্নয়ন সহযোগী। দুই দেশের মধ্যে ইতিহাস, সংস্কৃতি, ভাষা ও ঐহিত্যের পাস্পরিক সম্পর্ক রয়েছে। উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ উন্নয়ন সহযোগী হিসেবে দু’দেশের জনগণের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে।’
তিনি উল্লেখ করেন, সুবর্ণজয়ন্তী স্কলারশিপের অধীনে প্রতি বছর বাংলাদেশ আইটিইসি-এর জন্য ৫০০টি 'ডেডিকেটেড স্লট' পায়। সেইসঙ্গে, বেসামরিক কর্মচারী এবং বেসরকারি উদ্যোগের জন্য বেশ কিছু টেইলর-মেড প্রোগ্রাম রয়েছে যা বাংলাদেশ সরকারের প্রয়োজন অনুসারে হচ্ছে।
এ সময় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র-শিক্ষক, ভারতীয় সহকারি হাইকমিশনের কর্মকর্তারা, রাজশাহীর সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে স্থনীয় শিল্পীরা ভরতনাট্যম ও আদিবাসী নৃত্য পরিবেশন করেন।
উল্লেখ্য, ১৯৬৪ সালে ভারতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা কৌশল কাঠামোর আওতায় ভারতের উন্নয়ন সহযোগিতা কর্মসূচির অংশ হিসেবে আইটেক কর্মসূচি প্রচলিত হয়। এর মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে ভারতের উন্নয়ন অভিজ্ঞতা এবং যথাযথ প্রযুক্তিগত সুবিধা প্রদান করা হয়। প্রতিবছর হিসাব, নিরীক্ষা, ব্যবস্থাপনা, এসএমই, গ্রামীণ উন্নয়ন ও সংসদীয় বিষয়াবলীর মতো বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ কোর্সের জন্য প্রশিক্ষণ পর্বের আয়োজন করা হয়।
© 2024 Probashtime