প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৫:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২৩, ২:০২ অপরাহ্ণ
রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের হাতে তুলে দেয়া হলো অভিধান
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী শিক্ষা বোর্ডের বিভিন্ন শাখার নথি ও পত্রে সঠিক বানান ব্যবহারের লক্ষ্যে আলোচনা সভায় কর্মকর্তাদের হাতে অভিধান তুলে দিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী’র চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলমের সভাপতিত্বে তার অফিস কক্ষে শিক্ষা বোর্ডের শাখা প্রধানদের (১২টি শাখা) নিয়ে বিভিন্ন শাখার নথি ও পত্রে সঠিক বানান ব্যবহারের লক্ষ্যে আলোচনা সভা করেন। সভায় উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব মো. হুমায়ূন কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক মো. এনামুল হক, উপ-পরিচালক(হিসাব ও নিরীক্ষা) মো. বাদশা হোসেন, সিনিয়র সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম সহ অন্যান্য শাখা প্রধানরা।
এসময় শিক্ষা বোর্ড চেয়ারম্যান বাংলা একাডেমি থেকে প্রকাশিত ব্যবহারিক বাংলা অভিধান, আধুনিক বাংলা অভিধান, অভিধান: বাংলা থেকে ইংরেজি এবং অভিধান: ইংরেজি থেকে বাংলা বইগুলো শাখা প্রধানদের হাতে তুলে দেন।
তিনি বলেন, “এ বইসমূহ ঐতিহ্যবাহী শিক্ষা বোর্ডের ঐতিহ্য সমন্বত রাখার লক্ষ্যে বাংলা ভাষা পত্র লিখনে ও দাপ্তরিক কর্মকান্ড পরিচালনায় যথাযথ ভূমিকা রাখবে। সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একুশ শতকের উপযোগী মানসম্মত শিক্ষা বিস্তারে রাজশাহী শিক্ষা বোর্ডকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবে বলেও তিনি দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করেন।”
© 2024 Probashtime