নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী-৪ (বাগমারা) আসনে তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ মনোনয়ন পেয়েছেন। সেই উপলক্ষে ২ ডিসেম্বর শনিবার ভবানিগন্ঞ্জে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনী প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি আহবায়ক,রাজশাহী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি এ্যাড. ইব্রাহীম হোসেন। প্রধান অতিথি ছিলেন নৌকা প্রতীকের মাঝি অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
রাজশাহী জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মাহাবুর রহমানের সঞ্চালনায়ঃ
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন
নির্বাচনী প্রস্তুতি কমিটির সদস্য সচিবঃ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ জাকিরুল ইসলাম সান্টু,
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উপ কমিটির সদস্য, সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ড.পি এম শফিকুল ইসলাম, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবুল, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনসুর প্রমূখ।
বাগমারা উপজেলার আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ,সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
You cannot copy content of this page