স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানাস্থ বালিয়া ইউনিয়নের কুমারপুর গ্রামে অভিযান চালিয়ে ১২পিস ট্যাপেন্টাডল সহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভূল্লী থানা পুলিশ।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে ০৫নং বালিয়া ইউনিয়নের কুমারপুর গ্রামস্থ ভুল্লী বাজার হইতে লক্ষীরহাট গামী পাকা রাস্তার উত্তর পার্শ্বে ১নং আসামীর বসতবাড়ীর পূর্ব পার্শ্বে ফাঁকা জায়গায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ১। কুমারপুর বসিরপাড়া গ্রামের আনিছুর রহমান পুত্র অন্তর ইসলাম (২৯), ২। একই গ্রামের আবুল কাশেমের পুত্র রবিউল ইসলাম (২৯), ৩। বড়গাঁও মধ্যপাড়া গ্রামের আলতাফুর রহমান পুত্র রাসেল হক (২৮), ৪। কুমারপুর হাইস্কুল পাড়ার আবুল হোসেনের পুত্র আঃ রাজ্জাক (২৬), ৫। একই গ্রামের বেলায়েত হোসেনের পুত্র নুরু মিয়া (২৫), ৬। খলিশাকুড়ি গ্রামের আজগর আলীর পুত্র শেখ ফরিদ (৩০)।
ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন জানান, ভূল্লী থানার মামলা নং-১১, তাং-১১/১২/২৩ইং ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক) মাদক মামলা দিয়ে ওই ৬ আসামীকে ঠাকুরগাঁও জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
You cannot copy content of this page