নিজস্ব প্রতিনিধি: রাজশাহী জেলার সকল উপজেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ ডিসেম্বর (রোববার) রাজশাহী সদর দলিল লেখক সমিতির হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা দলিল সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ মহিদুল হক ও সভাটি সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ অহিদুল ইসলাম।
সভায় সকল উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয় এবং আগামীতে করনীয় বিষয় সম্পর্কে সর্ব সম্মতিক্রমে বিভিন্ন প্রকার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শেখ জাকাতুল্লাহ মলার, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন আক্তার মাবুল, দপ্তর সম্পাদক মোঃ আতিকুল ইসলাম তপন, আইন বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, পুঠিয়া উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ও পুঠিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক, কোষাধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম টিপু, গোদাগাড়ী উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা, মোহনপুর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ ইসরাইল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান পিটার, বাগমারা উপজেলার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শামীম মীর, কার্যিনর্বাহী সদস্য শাহীন আহমেদ, দূর্গাপুর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি এম সাখাওয়াত হোসেন সজল, বাঘা উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন মিল্টন, সাধারণ সম্পাদক মোঃ সামিউল আলম নয়ন, তানোর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ ফাইজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ গোলাম রাব্বানী, উত্তম কুমার কর্মকার, চারঘাট উপজেলা দলিল লেখক সমিতির মঞ্জুর রহমান, হুমায়ুন, চান মিয়া, পবা উপজেলা দলিল লেখক সমিতির মোঃ মোস্তাফিজুর রহমান বাবলু ও মোঃ মোজাহার আলী সহ বিভিন্ন উপজেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ।
You cannot copy content of this page