ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার একমাত্র ভারী শিল্প ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেড এর ৬৬তম আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে ডোঙ্গায় আখ নিক্ষেপের মধ্য দিয়ে মাড়াই মওসুমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসন মাহাবুব রহমান। শামিম সুলতানা উপসচিব (শৃঙ্খলা) অতিরিক্ত দায়িত্ব (প্রশিক্ষণ ও এনপিও), শিল্প মন্ত্রণালয়।
উক্ত আনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজাহান কবির ব্যবস্থাপনা পরিচালক, ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেড।
ঠাকুরগাঁও সুগার মিলেস লিমিটেড এর ২০২৩-২০২৪ মাড়াই মৌসুমে চিনিকলে আখ মাড়াই এর লক্ষ্যমাত্রা: ৭০,০০০ মেঃ টন। এবং মাড়াই মৌসুমে চিনি আহরণের লক্ষ্যমাত্রা: ৬.৫০%।মাড়াই মৌসুমে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা: ৪,৫৫০ মেঃ টন। রোপণ মৌসুমে দন্ডায়মান আখের পরিমান:৪৬১০.০০ একর। মৌসুমে আখ রোপণ লক্ষ্যমাত্রা: ৭০০০.০০ একর। মৌসুমে অদ্যাবধি আখ রোপণ: ২৬৭৪.০০ একর।
মাড়াই মৌসুমের উদ্বোধন অনুষ্ঠানের দোয়া পরিচালনা করবেন-অত্র মিলের অন্যতম সম্মানিত আখচাষী এবং অত্র এলাকার শ্রদ্ধেয় পীর সাহেব জনাব আব্দুল্লাহ আহমাদ আলাব্বী
You cannot copy content of this page