পীরগঞ্জ প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আগুনে পুড়ে তিনটি পরিবার পথে বসেছে। শুক্রবার সকাল সাড়ে ১২ টার দিকে শহিদুল ,আলাল, লিটনের বাড়িতে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ৩ পরিবারের বাড়িঘর, আসবাসপত্র নগদ অর্থ পুড়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। ভুক্তভোগী সবাই উপজেলার ২ নম্বর কোষারানীগঞ্জ ইউনিয়নের কাঁচন ডুমুরিয়া গ্রামের বাসিন্দা।
পরিবার সূত্রে জানা যায়, সকালে খাবার ৩ পরিবারের সদস্যরা কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এলাকাবাসীর ফোন পেয়ে ভুক্তভোগী লিটন আলী ছুটে এসে দেখে চারদিকে দাউ দাউ করে জ¦লছে আগুন। এমন অবস্থায় কোনো রকম গোয়াল ঘরের থাকা পশু প্রান রক্ষা করলেও বাড়িঘর, আসবাপত্র, নগদ অর্থ কিছুই রক্ষা পায়নি আগুনের হাত থেকে।
স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন জানান রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে এতে একে একে তিন বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। যা নিয়ন্ত্রণ করার আগেই ৩টি বাড়ি পুড়ে ছাঁই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। মুহূর্তের মধ্যে তিনটা পরিবারের বাড়িঘর, আসবাসপত্র নগদ অর্থ পুড়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও পারিনি।
Leave a Reply