নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইল-৬(নাগরপর-দেলদুয়ার) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহসানুল ইসলাম টিটু বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। নৌকা মনোনীত আহসানুল ইসলাম টিটু পেয়েছেন ১ লক্ষ ১২ হাজার ৬৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তারেক শামস্ খান হিমু পেয়েছেন ৩১ হাজার ২৯২ ভোট।
নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মোঃ গোলাম মাসুম প্রধান এবং নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাকিলা পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা জানান, দুই উপজেলা মিলে ১৫৪ টি কেন্দ্রে অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে। নৌকা মনোনীত আহসানুল ইসলাম টিটু ১ লক্ষ ১২ হাজার ৬৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
You cannot copy content of this page