সুজন ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে তিনটি আসনের মধ্যে দুইটি আসনে নৌকা ও একটিতে লাঙ্গনের প্রার্থী বিজয়ী হয়েছে।
রোববার রাতে জেলা রিটার্নিং অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচিতরা হলেন- ঠাকুরগাঁও-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রমেশ চন্দ্র সেন ২০৫৩১৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গলের প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী রেজাউর রাজি পেয়েছেন ১৩৯৪০ ভোট৷
ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাজহারুল ইসলাম ১১৫৪১৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলী আসলাম জুয়েল পেয়েছেন ৫৭২৪৫ ভোট৷
ঠাকুরগাঁও-৩ আসনে মহাজোট মনোনীত জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন ১০৬৭১৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতুড়ি প্রতীকের ওয়াকার্স পার্টির প্রার্থী গোপাল চন্দ্র পেয়েছেন ৬৪৮২১ ভোট৷
এর আগে সকাল ৮টায় শুরু হয় ভোট গ্রহন। চলে বিকাল ৪ টা অবদি। ০৩টি সংসদীয় আসনে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ১১ লক্ষ ৪২ হাজার ৯২৩জন। তিনটি আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ৪১৭টি। এর মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে- ১৮৫টি,ঠাকুরগাঁও-২ আসনে-১০৪ টি ও ঠাকুরগাঁও-৩ আসনে-১২৮ টি।
You cannot copy content of this page