ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাজহারুল ইসলাম সুজন।
রোববার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তা মাহাবুর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, ঠাকুরগাঁও-২ আসনে মোট ১০৪টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে মাজহারুল ইসলাম সুজন নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ১৫ হাজার ৪১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আলী আসলাম জুয়েল ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৫৭ হাজার ২শ ৪৫ ভোট।
এছাড়াও লাঙ্গল প্রতীকের মোছা. নুরুন নাহার বেগম ১৯৮৬, ডাব প্রতীকে মোছা.রিম্পা আকতার ৪২৬ ও সোফা প্রতীকে মো. আব্দুল কাদের ৩২১৩ ভোট পেয়েছেন।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৯৬৫ এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৩ হাজার ৬৯১ ও নারী ১ লাখ ৫৪ হাজার ২৭৪ জন।
You cannot copy content of this page