ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের বর্ষপূর্তি দিবস পালিত হয়েছে। গত ১১ ই জানুয়ারি রোজ বৃহস্পতিবার ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি সেমিনার রুমে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উক্ত দিবসটি পালিত হয়।
প্রতি বছর ১০ ই জানুয়ারি দিবসটি পালিত হয়ে থাকে, এই দিনেই ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র বিভাগ হিসেবে যাত্রা শুরু করে ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ।
বর্ষপূর্তি পালন উপলক্ষে কেক কাটা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান ড.মোঃ মোস্তাফিজুর রহমান,আরো উপস্থিত ছিলেন মোঃ আবির হোসাইন, মোঃ হাসান তারেক মন্ডল, ড.মোঃ শফিউল আজম, লুপা আনসারি সহ ডিপার্টমেন্টের অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।
Leave a Reply