সুজন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও: জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করে সবাইকে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। তিনি শীত মৌসুমে দরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে সমাজের উদার ও বিত্তশালীদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।
রবিবার (১৪ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নে ১ হাজার ৫শত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিজিএমইএ সভাপতি আরোও বলেন, বাংলাদেশ একটি সহনশীল দেশ। যে কোন পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে জানে। ইতিমধ্যেই দেশটি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে বিশ্ব মানচিত্রে একটি গর্বের জায়গা করে নিয়েছে। বাংলাদেশ একটি উন্নত দেশ হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে। এই লক্ষ্য অর্জনে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। আমাদের এই অগ্রযাত্রায় কেউ পেছনে থাকবে না। তারই ধারাবাহিকতায় আজকে আমি আমার নিজ জন্মস্থান ঠাকুরগাঁওয়ের শীতার্ত মানুষদের কম্বল বিতরণ করেছি।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি বিত্তবানদের উদ্দেশে বলেন, ‘আমাদের ভুলে যাওয়া উচিত নয় উত্তরাঞ্চলে শীতকাল একটি কঠিন সময়। সেখানে অসহায়, দরিদ্র নারী, পুরুষ, শিশু এবং পরিবারের পাশে আর্তমানবতার সেবায় এগিয়ে আসতে পারেন। সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারেন।’
কম্বল বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সহধর্মীনি শারমিন আক্তার, জেলা আওয়ামীলীগের সমবায় বিষয়ক সম্পাদক আশরাফুল হক চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ইমরান হোসেন চৌধুরী, বালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুলফিকার আলী ভূট্টো চৌধুরী, জেলা যুবলীগের উপদপ্তর সম্পাদক এস এম শাওন চৌধুরী, যুবলীগ নেতা রাসেল চৌধুরী প্রমুখ।
Leave a Reply