শফিকুল আলম ইমন, রাজশাহী-২ সদসর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাকে সংবর্ধনা দিলেন রাজশাহী কোর্ট কলেজের ১৯৯৭ সালের এইচএসসি ব্যাচের তাঁরই স্নেহধন্য ছাত্ররা।
শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজশাহী নগরীর কোর্ট হড়গ্রাম বাজারের একটি রেস্টুরেন্টে ৯৭ ব্যাচের আয়োজনে এডভোকেট শামিম আক্তার হৃদয়ের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোর্ট কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মো: রইসুদ্দিন, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক পারভেজ আলম,
অবসরপ্রাপ্ত অধ্যাপক ওবায়দুল হক, অধ্যাপক আবদুল্লাহ ইউসুফ রিপন, শিক্ষক মাসুম।
এসময় রাজশাহী কোর্ট কলেজের ৯৭ ব্যাচের ছাত্ররা উপস্থিত ছিলেন।
Leave a Reply