নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুরে সুরের তালে তালে ফুলের পাপড়ী দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু) এমপিকে লালগালিচা শুভেচ্ছা জানিয়েছেন সিএনজি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা।
শুক্রবার ১২টার দিকে টাঙ্গাইল আরিচা মহাসড়কে সিএনজি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে সভাপতি সাইদুর রহমান সোহাগের নেতৃত্বে এ শুভেচ্ছা জানানো হয়। দ্বাদশ নির্বাচনের পর এই প্রথম মন্ত্রী মহোদয় নাগরপুর আগমন করেন। নাগরপুর সদরে প্রবেশ করার সাথে সাথে নেতা কর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা এলাকা। এসময় সিএনজি শ্রমিক ইউনিয়নের সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে বাজারের সকল ব্যবসায়ী ও বনিক সমিতি ফুল দিয়ে বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু) এমপিকে শুভেচ্ছা জানান।
You cannot copy content of this page