শাহিনুর রহমান সোনা, রাজশাহী: রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ৬৩ টি ওয়ার্ডের অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা।
শনিবার (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় পুঠিয়া উপজেলার পিএন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পুঠিয়া উপজেলার ৬৩ টি ওয়ার্ডের অসহায়, দু:খী ও সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
এসময় রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি এসএম একরামুল হক, সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সামাদ, পুঠিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, আওয়ামী লীগ নেতা গোলাম ফারুক, আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম রবি, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ, পৌর সভার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page