শাহিনুর রহমান সোনা, রাজশাহী: : রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি-২৪ পরীক্ষার কেন্দ্র সচিবদের সাথে শিক্ষাবোর্ড কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারী) রাজশাহী জেলা পরিষদের শহীদ এএইচএম কামারুজ্জামান মিলনায়তনে সকাল ১০ টায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলমের সভাপতিত্বে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব হুমায়ূন কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক প্রফেসর এনামুল হক, বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হক, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) বাদশা হোসেন, প্রোগ্রামার সিরাজুল ইসলাম, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার এবং রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ৮ জেলার ২৬৬টি কেন্দ্রের কেন্দ্র সচিব।
রাজশাহী শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মুঞ্জুর রহমান খানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম। সভায় উপস্থিত
কেন্দ্রসচিবদের কাছে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার প্রয়োজনীয় তথ্যাদি উপস্থাপন করা হয় এবং তাঁদের মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সকলের কাছে সহযোগিতা কামনা করা হয়। এরপর পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব হুমায়ূন কবীর, বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হক। প্রোগ্রামার সিরাজুল ইসলাম কেন্দ্র সচিবদের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে দেন।
উল্লেখ্য, এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার মোট শিক্ষার্থী সংখ্যা ২ লক্ষ ২ শত ৪৫ জন। এদের মধ্যে ছাত্র ১ লক্ষ ৩ হাজার ৫৮ জন এবং ছাত্রী ৯৭ হাজার ১৮৭ জন। রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ৮ জেলায় মোট কেন্দ্র সংখ্যা ২৬৬টি। সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. অলীউল আলম কেন্দ্র সচিবদের আহবান জানান।
শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম বলেন- কোন কেন্দ্র/কেন্দ্র সচিব পরীক্ষা সংক্রান্ত বিষয়ে অবৈধ কোন কার্যকলাপে জড়িত থাকলে বোর্ড কর্তৃক
বিধিমোতাবেক আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি কেন্দ্র সচিবদেরকে শিক্ষা বোর্ড, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ তাঁর কেন্দ্রের আওতাধীন সকল বিদ্যালয়ের সঙ্গে যোগযোগ করে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণের প্রতি গুরুত্ব আরোপ করেন। এছাড়া জনপ্রতিনিধি, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সকল শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, যেকোন চ্যালেঞ্জ গ্রহণ করে দক্ষ মানুষ গড়ে তোলার এবং টেকসই উন্নয়নের স্বপ্ন দেখেন মাননীয় প্রধান মন্ত্রী। আমরাও তাঁর মত স্বপ্ন দেখতে চাই। চেয়ারম্যান সকল পরীক্ষার্থীর মঙ্গল ও সাফল্য কামনা করেন। সাথে সাথে অভিভাবক ও শিক্ষকবৃন্দ যে পরিশ্রম দিয়ে শিক্ষার্থীদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার জন্য প্রস্তুত করেছেন সেজন্য তাদেরকেও অভিনন্দন জানান তিনি।
Leave a Reply