ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে গৌরাঙ্গ (২৫) নামে এক যুবকের মুত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঢাকাগামী পঞ্চগড় এক্সেপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। পীরগঞ্জ পৌর রেল স্টেশনের উত্তরে জগথা ফকিরপাড়ার ৪৫২ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।
পীরগঞ্জ রেল স্টেশনের সহকারি মাষ্টার সোহরাব হোসেন সুজন ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত গৌরাঙ্গ রানীশংকৈল উপজেলার কাতিহার চৌরঙ্গি গ্রামের প্রভাতের ছেলে এবং পেশায় রাজমীস্ত্রি।
স্টেশনের সহকারি মাস্টার সোহরাব হোসেন সুজন জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা আন্তঃনগর ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পীরগঞ্জ রেল স্টেশনের কাছাকাছি পৌঁছালে স্টেশনের উত্তরে জগথা ফকিরপাড়ার ৪৫২ নম্বর পিলার এলাকায় পঞ্চগড় এক্সেপ্রেস ট্রেনেরর নিচে ওই যুবক কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
Leave a Reply