ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে পুলিশ লাইন্স মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। এ সময় তিনি খেলোয়ারদের সাথে পরিচিতি হন।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, খেলাধুলা পুলিশ সদস্যদের প্রশিক্ষণের একটা অংশ। খেলাধুলা শরীর গঠনের সহায়তার পাশাপাশি শৃঙ্খলাবোধ জাগ্রত করে যা পুলিশের পেশাগত কাজে অত্যন্ত সহায়ক।
জেলা পুলিশের এ টুর্নামেন্টে চারটি সার্কেলে (সদর থানা পুলিশ ক্রিকেট দল, রাণীশংকৈল-বালিয়াডাঙ্গী থানা ক্রিকেট দল, পীরগঞ্জ-হরিপুর ক্রিকেট দল, রুহিয়া-ভূল্লি ক্রিকেট দল অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) লিজা বেগম, (ক্রাইম এন্ড অপস্) আসাদুজ্জামান, সদর সার্কেল মিথুন সরকার সহ অন্যান্যরা।
উদ্বোধনী ম্যাচে সদর সার্কেলের সাথে পীরগঞ্জ-হরিপুর সার্কেল ক্রিকেট দল অংশগ্রহণ করে।
You cannot copy content of this page