ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দুইটি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার।
রবিবার বিকালে উপজেলার ৫নং বাঁচোর ইউনিয়নের চোপড়া গ্র্রামে পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের পক্ষ থেকে এসব বিতরণ করা হয়।
খাদ্য ও বস্ত্র সামগ্রীর মধ্যে ছিলেন,সবজি, আলু, পেয়াজ, শাড়ি, লুঙ্গি,কম্বল।
বিতরণকালে পুলিশ সুপার রাণীশংকৈল সার্কেল রেজাউল হক,রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ সোহেল রানা সহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক মোবাইল ফোনে বলেন,খবর পাওয়ার পরে সেখানে আমার পুলিশকে পাঠিয়েছি। বর্তমানে আমাদের এখানে শীত বেশি। তাছাড়া আগুনে পুড়ে গিয়ে পরিবার দুটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেজন্য আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কিছু সহায়তা প্রদান করেছি। পুলিশ সব সময় জনগনের পাশে আছে থাকবে।
Leave a Reply