প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৬:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১২, ২০২৪, ৫:৩১ অপরাহ্ণ
বঙ্গবন্ধু ডিজিটাল মিউজিয়াম পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী
শাহিনুর রহমান সোনা, রাজশাহী: রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কে বঙ্গবন্ধু ডিজিটাল মিউজিয়াম পরিদর্শন করলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, এম.পি।
সোমবার (১২ ফেব্রুয়ারী) বিকাল ৩ টায় তিনি বঙ্গবন্ধু ডিজিটাল মিউজিয়াম পরিদর্শনে আসেন।
এসময় তার সাথে রাজশাহী-৫ আসনের সাংসদ সদস্য রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকার সহ জেলা ও মহানগর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, এম.পি রাজশাহী জেলার গোদাগাড়ীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ ও ভারতের নৌ প্রটোকলের আওতায় চালু বহুল কাঙ্খিত সুলতানগঞ্জ পোর্ট অব কল এবং পদ্মা ও মহানন্দার মোহনায় অবস্থিত গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ অংশে সুলতানগঞ্জ নৌবন্দর এবং ভারতের মুর্শিদাবাদের মায়া নৌবন্দর পর্যন্ত পণ্যবাহী নৌযান চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
© 2024 Probashtime