ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ে ২০পিস রবিউল ইসলাম (৪১) ও বেলাল ইসলাম (৩০) নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। গতকাল রোতে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের কেষ্টপুর এলাকায় এক মিস্ত্রির মরিচ বাগান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বেলাল ইসলাম (৩০) সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ফঢজুল ইসলামের ছেলে ও রবিউল ইসলাম(৪১) আরাজি সালন্দর ইউনিয়নের কেষ্টপুর গ্রামের মুসলিম উদ্দীনের ছেলে। সেই সাথে তিনি ঠাকুরগাঁও জেলা ট্রাক ট্যাংকলড়ির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের আরাজি কেষ্টপুর গ্রামের রং মিস্ত্রি রেনুর মরিচ বাগানে অভিযান চালানো হয়। এসময় সেখানে রবিউল ও বেলাল ইসলামে আটক করা হয়। পরে তাদের তল্লাশী করে তাদের থেকে ২০(বিশ) পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার সহ গ্রেফতার করা হয়।
এছাড়া গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় ও তাদের জেলা হাজতে পাঠানো হয়।
Leave a Reply