রাজশাহী প্রতিনিধি:আসন্ন পবিত্র রমজান উপলক্ষে 'তাজকিয়াহ লাইফ'- এর উদ্যোগে শিক্ষা নগরী রাজশাহীতে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে- 'মুসলিম লাইফস্টাইল এক্সপো- রাজশাহী ২০২৪'।
একই ছাদের নিচে দেশি-বিদেশি বই, হিজাব, বোরখা, পাঞ্জাবি, অর্গানিক খাদ্য পণ্য, খেজুর, কসমেটিক্স, আতর-পারফিউমসহ বিভিন্ন পণ্য ও সেবা নিয়ে থাকছে -সরোবর, আসল ফুড, আন-নিসা গ্যালারি, সমকালীন, সত্যায়ন, ওয়াফিলাইফ পাবলিকেশন, সিজন ফ্রেশ, জিল্লিয়ন, প্রমিনেন্ট ফুড, শুদ্ধ, পড়ুয়া, বিদ্যাঙ্গন সহ দেশের অনেক স্বনামধন্য ব্র্যান্ড ।
কর্তৃপক্ষে জানায়, মেলা চলবে আগামী ৬,৭,৮ মার্চ (সকাল ৯ টা টু রাত্রি ৯ টা), ২০২৪ পর্যন্ত। স্হান: তাজকিয়া লাইফ (নিজস্ব প্রাঙ্গণ), শিরোইল স্টেশন রোড (মসজিদ মিশন গার্লস স্কুলের পাশে), রাজশাহী। তাদের সাথে যোগাযোগের নম্বর 01886-281430 ও 01886-281432.
You cannot copy content of this page