সুজন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও:-ঠাকুরগাঁওয়ে এ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো সাতজন যাত্রী গুরুতর আহত হয়েছেন৷
শুক্রবার বিকালে সদর উপজেলার ২৯ মাইল এলাকায় এ সড়ক দূর্ঘটনাটি ঘটে৷
নিহত- রাসেল রানা সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের নতুন পাড়া গ্রামের আবু তাহেরের ছেলে৷ আহতরা হলেন,একই গ্রামের বেলাল হোসেনের ছেলে ফিরোজ আলী,মানিক হোসেনের ছেলে মেহেদী হাসান৷ এ ছাড়াও এম্বুলেন্স যাত্রীদের মধ্যে শচীন চন্দ্র রায়সহ তার পরিবারের চারজন সদস্য গুরুতর আহত হয়েছেন।
দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রকিবুল ইসলাম চয়ন৷ তিনি বলেন, সড়ক দূর্ঘটনার ঘটনায় হাসপাতালে আসার আগে একজন মারা যান৷ বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রেফার্ড করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা আলী আকবর বলেন, এ্যাম্বুলেন্সটি দিনাজপুরের দিকে যাচ্ছিলেন। আর মোটরসাইকেলে তিনজন আরোহী ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন৷ পথিমধ্যে এ্যাম্বুলেন্সের চাকা পামচার হয়ে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
অসুস্থ রোগী শচীন চন্দ্র রায়ের মেয়ে চামেলী চন্দ্র বলেন, বাবা সকালে ব্রেইন স্ট্রোক করেছেন। তারপর আমরা হাসপাতালে নিয়ে আসি। এখান থেকে দিনাজপুর রেফার্ড করে। যাওয়ার প্রতিমধ্যে দূর্ঘটনাটি ঘটে। আমাদের দুজন বাদে সবারে অবস্থা খারাপ।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.বি এম ফিরোজ ওয়াহিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের সদস্যরা যান। একজন মারা যাওয়ার ঘটনা ঘটেছে। সেই সাথে আরো সাতজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন৷
Like this:
Like Loading...
Leave a Reply