গত ৬ মার্চ ২০২৪ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একজন সংবাদকর্মী তার ব্যক্তিগত আইডিতে “ঠাকুরগাঁওয়ে টিসিবি মালামাল প্যাকেটজাতে ডিসি অফিসের এক কর্মচারি লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ ডিলারদের মর্মে স্ট্যাটাস প্রদান করেন যা সত্য নয়। তার উসকানিমূলক স্ট্যাটাসের সঠিকতা যাচাই না করে গত ৮ মার্চ ২০২৪ অনলাইন পত্রিকা টাঙ্গন টাইমস, ঠাকুরগাঁও সংবাদ, আজকের দর্পণ ও বৈশাখী নিউজ এবং গত ৯ ও ১০ মার্চ ২০২৪ দৈনিক আজকের দর্পণ, প্রতিদিনের সংবাদ, জাগো নিউজসহ বিভিন্ন অনলাইন/প্রিন্ট পত্রিকায় প্রকাশিত সংবাদে”টিসিবি পণ্য প্যাকেটজাতে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ” শিরোনামে আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা আদৌ সত্য নয়।
প্রকৃত ঘটনা, তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভূইয়া মহোদয়ের মৌখিক আদেশে টিসিবির কার্যক্রম দেখা শোনার দায়িত্ব আমাকে দেন। প্রাপ্ত বরাদ্দের চেয়ে প্যাকেজিং ও শ্রমিক মজুরী ব্যয় বেশি হওয়ায় ঘাটতিকৃত টাকা ডিলারগণ সরাসরি শ্রমিকদের প্রদান করেন। সেটাও আবার ঢালাওভাবে নয়, একেক দিন একেক ডিলার তা প্রদান করেন। যাতে আমার কোনো দায়িত্বের মধ্যে নয়। উর্দ্ধতন কতৃপক্ষের নির্দেশ পালন করতে গিয়ে আমাকে ব্যক্তিগতভাবে দায়ী করা হচ্ছে যা অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত। সঠিকতা যাচাই না করেই এ ধরণের মিথ্যে বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের ফলে আমি এবং আমার পরিবার সামাজিকভাবে হেয়প্রতিপন্ন, গণমাধ্যমে হেনস্থা এবং মানহানীর শিকার হয়েছি এবং আমিসহ আমার পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে। এ ধরণের উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন বানোয়াট সংবাদ এবং ফেইসবুক স্ট্যাটাস, অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত সকল সংবাদসমূহের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী-
মো: শহিদুল ইসলাম,
অফিস সহকারী
জেলা প্রশাসকের কার্যালয়, ঠাকুরগাঁও।
Leave a Reply