শাহিনুর রহমান সোনা, রাজশাহী: রাজশাহীতে ভারত ও বাংলাদেশের তিন সাহিত্যিক ও শিল্পীকে গুণীজন সম্মাননা দেয়া হয়েছে। তাঁদের সম্মানে অনুষ্ঠিত হয়েছে সংগীত সন্ধ্যা।
রবিবার (১০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টায় রাজশাহী অ্যাসোসিয়েশন কনভেনশন কনফারেন্স রুমে “বাংলাদেশ সংগীত সমন্বয়ে পরিষদ”- বিভাগীয় শাখা (যমুনা বিভাগ) এ গুণীজন সম্মাননা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশ সংগীত সমন্বয় পরিষদ রাজশাহীর সভাপতি মধুসূদন মুখার্জি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক ড. তসিকুল ইসলাম রাজা।
অনুষ্ঠানে কলকাতার একটি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সাহিত্যিক ড. পরিতোষ সরকার, কলকাতার বিশিষ্ট সংগীত শিল্পী তুষার দে ও চট্টগ্রামের হাওয়াইন গিটার শিল্পী সমীর ধর অপু’কে সম্মাননা দেয়া হয়। উল্লেখ্য, রাজশাহীর কলেজ শিক্ষক ও হাওয়াইন গীটার শিল্পী সন্তোষ কুমার’র উদ্যোগে শিল্পী সাহিত্যিক ও সুধীজনের এ সমাবেশ ঘটে।
Like this:
Like Loading...
Leave a Reply