প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৮:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ণ
অসুস্থ সাইদুর রহমান খান’কে দেখতে গেলেন প্রতিমন্ত্রী দারা
শাহিনুর রহমান সোনা, রাজশাহী: সাবেক রাষ্ট্রদূত প্রফেসর সাইদুর রহমান খানকে দেখতে গেলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা এমপি।
শনিবার (১৬ মার্চ) বিকেলে রাজশাহী নগরীর উপকন্ঠে রাবি শিক্ষকদের ব্যক্তিগত আবাসিক এলাকা বিহাসে প্রফেসর সাইদুর রহমান খানের নিজ বাসভবনে প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রী এই বর্ষীয়াণ শিক্ষাবিদের সাথে দেখা করেন।
এসময় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা প্রফেসর সাইদুর রহমান খানের শারিরীক খোঁজ খবর নেন। তাঁর পরিবারের সদস্যদের সাথেও কুশলাদি বিনিময় করেন৷
উল্লেখ্য, প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর সাইদুর রহমান খান ইউকে'তে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ছিলেন এবং এর আগে দীর্ঘদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রফেসর সাইদুর রহমান খানের স্নেহধন্য ছাত্র ছিলেন।
© 2024 Probashtime