সুজন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে জাহানারা মার্কেটে বোডিং এর গ্রিল ভেঙে চুরি হওয়ার পর পুলিশের তৎপরতায় মোটর সাইকেলসহ চোরকে আটক করা হয়েছে।
আটককৃত চোরের নাম রবিউল ইসলাম মুক্তা (৩৬), পিতা- মোঃ হাবিবুর রহমান, গ্রাম- কচুবাড়ী মোলানীপাড়া, থানা- ভুল্লী, জেলা- ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার চুরি হওয়ায় মোটরসাইকেল মালিক বুলবুল থানায় অভিযোগ করলে ভূল্লী থানার এস আই হারুনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স মোটরসাইকেল উদ্ধারে নেমে পড়ে। ভূল্লী বাজার এলাকা থেকে স্থানীয় জনতার সহযোগিতায় চোর রবিউল ইসলাম মুক্তাকে আটক করা হয়।
এসময় তার স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ১৫০সিসি কালো-লাল রংয়ের পালসার মোটরসাইকেল (যার চেসিস নং- MD2A11CY6KCC84614, ইঞ্জিন নং- DHYCKC75890, ১,৮৮,৫০০/- টাকা মূল্যের গাড়ীটি জগন্নাথপুরে গোলাপের গ্যারেজ হতে চোরাই মোটর সাইকেলটি উদ্ধার করেন।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।
Leave a Reply