সুজন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১০ লাখ টাকার উপরের বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ভোর রাতে উপজেলার পাড়িয়া ইউনিয়নের উত্তর পাড়িয়া গ্রামের রাবিনুর রহমানের বাসা থেকে এসব উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় পলাতক রয়েছেন রাবিনুর রহমান।
বিষয়টি এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে পাড়িয়া ইউনিয়নের রাবিনুর রহমানের বাসায় অভিযান পরিচালনা করেন বালিয়াডাঙ্গী থানা পুলিশ। এসময় তার বসতবাড়ি থেকে ৪শ ৫পিচ এ্যাম্পোল ইঞ্জেশন, ৩শ পিচ ট্যাপনেটাডল ট্যাবলেট,২শ ৪ পিস দিলখুশ ট্যাবলেট,১শ ১০টি নিউরোবিওন ইঞ্জেকশন, ৩ হাজার ৬শ পিস ডেক্সমেথাসন ট্যাবলেট, ০১টি পুরাতন বাটন মোবাইল ফোন,ইন্ডিয়ান রুপি সহ মাদক বিক্রয়ের নগত টাকা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ ৯৭ হাজার ১শটাকা।
পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, এঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। দ্রুত সময়ে এর সাথে জড়িতদের গ্রেফতার করা হবে।
Leave a Reply