সুজন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে মাসব্যাপী ঈদ আনন্দ ও বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার রাতে জেলা পরিষদ শিশু পার্কে বেলুন ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের এমপি দ্রৌপদী দেবী আগরওয়ালা।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড.অরুনাংশু দত্ত টিটো, জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মজিদ আপেল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য রওশনুল হক তুষার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও দেবাশীষ দত্ত সমির, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হোসেন প্রমুখ।
জেলা পরিষদ শিশু পার্ক আয়োজিত মাসব্যাপী মেলার ২৫টি স্টলে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী,কসমেটিসক সহ বেশি কিছু স্টল বসানো হয়েছে। এছাড়াও শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা, দোলনা সহ বিভিন্ন খেলনা ও জাদুঘর রয়েছে।
You cannot copy content of this page