আবু তারেক বাঁধন,পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভোমরাদহ ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ভোমরাদহ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হিটলার হক, সাধারণ সম্পাদক তরুণ চন্দ্র রায়, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দুলাল হোসেন, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য প্রভাষ চন্দ্র রায়, ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল কবির,ছাত্রলীগের সভাপতি রাইসুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল হোসেন সহ ইউনিয়ন ও ওয়ার্ডে আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
ইফতার ও দোয়া মাহফিলে সকল মৃত, দলীয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের আত্মার মাগফেরাত ও দেশ জাতির শান্তি কামনা করে, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্যে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে এ ইফতার ও দোয়া মাহফিল শেষ হয় ।
শেষে ভোমরাদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হিটলার হক দলীয় নেতাকর্মীদের নিয়ে ভোমরাদহ ইউনিয়নের চাঠিডাঙ্গা বদ্ধভূমিতে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্বলন করেন।
You cannot copy content of this page