সুজন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে বিশ্বের সকল প্রাণির শান্তি ও কল্যাণ কামনায় ১৬ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ১০ টায় ৫নং বালিয়া ইউনিয়নের বড় বালিয়া শালতলা সরকারপাড়া গ্রামে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠানের প্রস্তুতি সভায় মনো বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেনঃ ঠাকুরগাঁও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট অরুণাংশ দত্ত টিটু, বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী মুক্তি, দেবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার কাউসার মানিক, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, জেলা যুবলীগের উপদপ্তর সম্পাদক এসএম সাওন চৌধুরী, ইউনিয়ন যুবলীগের সভাপতি নূরে আলম, সাধারণ সম্পাদক যোগেশ চন্দ্র, মনোরঞ্জন সরকার মিঠু, কমল চন্দ্র সেন প্রমুখ।
You cannot copy content of this page