আসাদুজ্জামান সজিব, নিজস্ব প্রতিবেদকঃ “আই বি সি কে ” ইনছন বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া কর্তৃক আয়োজিত “পিকনিক ও ঈদ পূর্ণ মিলন সফল ভাবে সম্পন্ন হয়েছে।
১২ই মে রোজ রবিবার ২০২৪ ইং তারিখে দক্ষিন কোরিয়াস্থ বাংলাদেশী প্রবাসীদের সবচেয়ে জনপ্রিয় সামাজিক সংগঠন ইনছন বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া দক্ষিন কোরিয়া সর্বস্তরের বাংলাদেশী প্রবাসীদের নিয়ে ইনছন সাগর পাড়ে উদ্দেশ্য রবিবার সকাল ১০:২০মিনিটে রওয়ানা করেন ।পরে সময় বেলা ১১:২৫ মিনিটের দিকে ভ্রমনের স্হানে এসে উপস্হিত হন।পরে যুহরের নামাজ শেষে দুপুরের খাবার পরিবেশন করা হয় ,খাসির রেজালা ,গরু মাংস,মুরগীর রোষ্ট,ভাত ও সালাদ সহ নানান পদের সুস্বাদু খাবার। খাবার শেষে ভ্রমনার্থীরা মেতে উঠেন খেলাধুলা, সাগরে সাঁতার কাটা, ঘুরাঘুরি ছবি তোলা সহ বিভিন্ন চিত্তবিনোদনে।
বিকাল তিন টা ঘটিকায় ভ্রমনার্থীরা ছুটে চলে বীচের দিকে। বীচের মনোরম নয়ন জুড়ানো প্রাকৃতিক সুন্দর্য ভ্রমন পিপাসুদের ব্যপক ভাবে আকর্ষন করে।
বিকাল ঠিক ৬ টা ঘটিকায় পূনরায় ভ্রমনার্থীরা চলে আসে রাতে BBQ বারবি কিউ পার্টি ও সাংস্কৃতিক সন্ধায়।
বারবিকিউ খাবার ও সাংস্কৃতিক সন্ধ্যা হোটেল হল রোমে মেতে উঠে নাচে ,গানে আনন্দে ।বাস থেকে শুরু করে কোইজ প্রতিযোগিতা .কবিতা ,গান বিভিন্ন ইভেন্ট খেলাদুলা ,,মিনি ফুটবল ,বালিশ খেলা ,কোইজ ,কবিতা আবৃতি করা হয় । ২য় বাসে উপস্হানা ছিলেন ,এ,আর,এমরান ভূইয়া।(১০০টি টি-শার্ট) উপহার দেন ভিক্টোরিয়া ট্রাভেলস। ছানোয়ার হোসেন, শামিম আল মামুন ।সকালের হাতের তৈরির মজার দার সিংগারা, পেডিস ,জিলাপি খাবার স্পন্সর করেন মুন ফরিদ বাবু ও তার স্ত্রী।
আই বি সি কে সংগঠনের সভাপতি শামীম আল মামুন ,সাধারন সম্পাদক হাসান মাহমুদ, এবং এ,আর এমরান ভূইয়া , সেলিম রেজা ,মাসুদ রানা ,জাহিদ হাসান , অনুকূল রয় ,মুনজুরুল ইসলাম , নজরুল ইসলাম (ইসলাম) ,আহসান হাবিব, পলাশ, লিয়ন, সামির ,মাহবুব আলম ,আলমগীর, রাসেল , রুবেল ,কাউছার, ,আনোয়ার হোসেন,সহ আরও নাম উল্লেখ না করা কমিউনিটি ৭০জন জন সদস্য সকলের সহযোগিতা
নিপুন দক্ষতা ও ঐকান্তিক প্রচেষ্টা এবং অসাধারণ নেতৃত্বে প্রশংসা সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে। সভাপতি “শামীম ইসলাম,”ও প্রধান উপদেষ্টা “ছানোয়ার হোসেন ,” সাধারণ সম্পাদক, হাসান মাহমুদ, সবাই কে ভ্রমনে ,পাশাপাশি সার্বিক সফলতার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও ভালবাসা ব্যক্ত করেছেন।সেই সাথে আয়োজনের প্রধান ছানোয়ার হোসেন, হাসান মাহমুদ, আনন্দ ভ্রমণে সহযোগিতা প্রদানের জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বীকার করেন ,ও সবাই কে ,আই বি কের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান ।সেই সাথে এই আনন্দ ভ্রমণের সফলতা দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের উদ্দেশ্য উৎসর্গ করেন ।
বিষেশ আকর্ষণ সাংস্কৃতিক সন্ধ্যার: সন্ধা ছয় ঘটিকা হতে রাত নয় ঘটিকা গানে গানে মাতিয়ে রাখছেন ,দক্ষিণ কোরিয়ার জন প্রিয় শিল্পী ,এস কে সালেহ ,আব্দুল জলিল ,ঈশিতা, সাদিয়া ,অশুক আরও অনেকে ।
Leave a Reply