প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৪, ৮:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২৪, ৫:৩০ অপরাহ্ণ
মাউশি’র আঞ্চলিক পরিচালক হলেন প্রফেসর ড. বিশ্বজিৎ ব্যানার্জী
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক হলেন প্রফেসর ড. বিশ্বজিৎ ব্যানার্জী।
সোমবার (১০জুন) বিকেলে প্রফেসর ড. বিশ্বজিৎ ব্যানার্জী (রাজীব) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে যোগদান করেছেন।
এর আগে রবিবার (৯ জুন) রাষ্ট্রপতির আদেশ ক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চলে (প্রেষণে)
তাঁকে পদায়ন করা হয়।
উল্লেখ্য, ড. বিশ্বজিৎ ইতিহাস বিষয়ের অধ্যাপক। এর আগে তিনি রাজশাহী সরকারী টিচার্স ট্রেনিং কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন। তিনি ইউজিসি ফেলো ছিলেন। গবেষক হিসেবে অসাধারণত্বের পরিচয় দিয়েছেন তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাংস্কৃতিক প্রেক্ষাপট বিষয়ে তাঁর পিএইচডি-র বিষয় "বাংলাদেশের মুক্তিসংগ্রাম : সাংস্কৃতিক ধারা" শিরোনামে প্রকাশিত থিসিসটি গ্রন্থাকারে পাঠক সমাদৃত হয়েছে। বিশ্বজিৎ একজন উঁচুমানের সাংস্কৃতিক কর্মী। তিনি অনার্স, মাস্টার্স ও পিএইচডি সকল পর্যায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে সফলতার সাথে সম্পন্ন করেছেন।
তাঁর জন্মস্থান নওগাঁ জেলার মহাদেবপুর। বাবা সুধাংশু ভূষণ ব্যানার্জী এবং মা ছায়া ব্যানার্জী। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।
তাঁর স্ত্রী অর্পিতা ব্যানার্জী একজন প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী।
© 2024 Probashtime