সুজন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ (ত্রিশ) পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট সহ শ্রী বিপুল রায়(২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের সিংপাড়া এলপিজি পাম্পের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ।
গ্রেফতারকৃত বিপুল রায় কচুবাড়ী এলাকার শ্রী অনিল চন্দ্র রায়ের ছেলে।
ওসি জানান, রাতে সদর থানা পুলিশ কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ১২ নং সালন্দর ইউনিয়নের সিংপাড়া মের্সাস সিংপাড়া এলপিজি পাম্পের সামনে ঠাকুরগাঁও-পঞ্চগড়গামী হাইওয়ে রাস্তা থেকে ৩০ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার সহ শ্রী বিপুল রায় কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
Leave a Reply