রাজশাহী প্রতিনিধি: বৈষম্যের প্রতিবাদসহ ১৬ দফা দাবিতে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে।
সোমবার পহেলা জুলাই সকাল থেকে শুরু করে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি এর অফিস কক্ষের সামনে অবস্থান নিয়ে ওই কর্মবিরতি পালন করেছে তারা। এতে অংশ নিয়েছেন মোহনপুর, তানোর,দূর্গাপুর,কাকনহাট জোনাল অফিসের কর্মকর্তা কর্মচারীরা।
পদ মর্যাদার বৈষম্য, সরকারের গ্রেডিং সংক্রান্ত সমস্যা, জাতীয় বেতন স্কেলসহ অন্তত ১৬টি দাবী তুলে ধরেছেন আন্দোলনকারীরা। অভিযোগ করেছেন, অনিয়মের সম্পর্কে কথা বলায় চাকুরিচ্যুত করা হচ্ছে অনেককে।
উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার রামেন্দ্র চন্দ্র রায় ওই অফিসের ডি.জি.এম সদর এম এ সাইদ মোঃ মেহেদী হাসান ডি জি এম মোহনপুর জোনার অফিস মোঃ তরিকুুল ইসলাম ডি জি এম কাকনহাট জোনাল অফিস মোঃ জহুরুল ইসলাম তানোর ডি জি এম অফিস মোঃ মাহবুবুর রহমান ডি জি এম দুর্গাপুর ডি জি এম অফিস এবং মোহনপুর জোনালের এ.জি.এম মোছাঃ শওকত আরা আব্দুল ওহাব, তৌহিদুর রহমান আব্দুল বারী প্রমুখ।
You cannot copy content of this page