নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও মহানগর ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মরহুম সৈয়দ জাকির হোসেন বাবা সৈয়দ শাহাদাৎ হোসেন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তিনি তার বাড়িতে অসুস্থ হয়ে গেলে সোমবার (১ জুলাই) রামেক হাসপাতালের ৪২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগে আক্রান্ত।
শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালের কেবিনে হস্তান্তর করা হয়েছে। আওয়ামী লীগের এই নেতার সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
You cannot copy content of this page