৭ জুলাই রোববার নিউ ইয়র্ক ফেরী পয়েন্ট পার্কে বার্ষিক বনেভাজন উদযাপন করে সিলেট দক্ষিণ সুরমাবাসী, যুক্তরাষ্ট্র । এই বনভোজন ও মিলন মেলায় সমেবত হয়েছিলো বিপুল সংখ্যক প্রবাসী সিলেট দক্ষিণ সুরমাবাসী সহ কমিউনিটির অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্ধ ও ব্যক্তিবর্গ । আমেরিকার মাটিতে বাংলাদেশী সুস্থ সংষ্কৃতি প্রচার প্রসারের ক্ষেত্রে অন্যতম প্রধান সংগঠনটি তাদের এই গৌরবময় পথচলাকে আনন্দময় করতে রোববার আয়োজন করে বার্ষিক বনভোজন। সভপতিত্ব করেন প্রফেসর আব্দুল কাইয়ুম , পরিচালনায় করেন সাজন খান ,সাহেদ আহমেদ ,সহযোগীতায় মাজলুল কামরান,শাহ সেলিম আহমেদ ।
আয়োজকদের সুন্দর পরিকল্পনা আর নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট স্টেট্ থেকে বিপুল পরিমান অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনশেষে তাদের আয়োজন ছিলো শতভাগ সফল।
এবারের বনভোজনে দিনব্যাপী অনুষ্টানসূচিতে ছিল খেলা-ধুলা ও রাফেল ড্র। খেলাধুলায় শিশু- কিশোর, যুবক-যুবতীদের বিভিন্ন ইভেন্ট ছাড়াও ছিল মহিলা পুরুষদের বিভিন্ন ইভেন্ট। দিন শেষে খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে ছিল নানা স্বাদের খাবারের আয়োজন। উপস্থিত সিলেট দক্ষিণ সুরমাবাসী দিনভর গল্প-গুজব, আড্ডা আর কুশল বিনিময় কাটিয়েছেন। মিলন মেলার সার্বিক সহযোগিতা করেন : কফিল আহমেদ , রিয়াজ উদ্দিন কামরান ,শাহ কামাল , কাজী আহসান আহমেদ ,হুমায়ুন আহমেদ চৌধুরি ,অলিউর রহমান তুরান , শ্যমল কান্তি ,শাহ আলম ,আবদুল আহাদ হেলাল , মুজিবুর রহমান ,আব্দুর রব চৌধুরী,মিজানুর রহমান বনাম ,নোমান আহমেদ ,শাহনুর আহমেদ ,ফটিক মিয়া ,মাহবুব চৌধুরি ,সাবের আহমেদ ,আনসার উদ্দিন ,সোহেব আহমেদ ,নোমান আহমেদ ,মারুফ রশীদ , আজাদুল ইসলাম আলমগীর খালেদ আহমেদ, জিয়াউল ইসলাম ঝিনুক ,সফিকুল ইসলাম ,আতিকুল ইসলাম ,আলমগীর হোসাইন , রুহেল আহমেদ ,টিটু চৌধুরি , আবু বক্কর ,এনামুর রহমান মনজু , বুলবুল আহমেদ ,সামিম আহমেদ , ইমরান আহমেদ , সাহেদ আহমেদ ,সাবেত আহমেদ , শাহ ইয়ামিন ,কোখন ,প্রমুখ।
এবারের বনভোজনে প্রায় ছয়শতাধিক অংশগ্রহন করেন। সবশেষে রাফেল ড্র এর মাধ্যমে মিলন মেলা শেষ হয়।নিউইয়র্কে সিলেট দক্ষিণ সুরমাবাসীর’র বার্ষিক বনভোজন ও মিলনমেলা।…
৭ জুলাই রোববার নিউ ইয়র্ক ফেরী পয়েন্ট পার্কে বার্ষিক বনেভাজন উদযাপন করে সিলেট দক্ষিণ সুরমাবাসী, যুক্তরাষ্ট্র । এই বনভোজন ও মিলন মেলায় সমেবত হয়েছিলো বিপুল সংখ্যক প্রবাসী সিলেট দক্ষিণ সুরমাবাসী সহ কমিউনিটির অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্ধ ও ব্যক্তিবর্গ । আমেরিকার মাটিতে বাংলাদেশী সুস্থ সংষ্কৃতি প্রচার প্রসারের ক্ষেত্রে অন্যতম প্রধান সংগঠনটি তাদের এই গৌরবময় পথচলাকে আনন্দময় করতে রোববার আয়োজন করে বার্ষিক বনভোজন। সভপতিত্ব করেন প্রফেসর আব্দুল কাইয়ুম , পরিচালনায় করেন সাজন খান ,সাহেদ আহমেদ ,সহযোগীতায় মাজলুল কামরান,শাহ সেলিম আহমেদ ।
আয়োজকদের সুন্দর পরিকল্পনা আর নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট স্টেট্ থেকে বিপুল পরিমান অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনশেষে তাদের আয়োজন ছিলো শতভাগ সফল।
এবারের বনভোজনে দিনব্যাপী অনুষ্টানসূচিতে ছিল খেলা-ধুলা ও রাফেল ড্র। খেলাধুলায় শিশু- কিশোর, যুবক-যুবতীদের বিভিন্ন ইভেন্ট ছাড়াও ছিল মহিলা পুরুষদের বিভিন্ন ইভেন্ট। দিন শেষে খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে ছিল নানা স্বাদের খাবারের আয়োজন। উপস্থিত সিলেট দক্ষিণ সুরমাবাসী দিনভর গল্প-গুজব, আড্ডা আর কুশল বিনিময় কাটিয়েছেন। মিলন মেলার সার্বিক সহযোগিতা করেন : কফিল আহমেদ , রিয়াজ উদ্দিন কামরান ,শাহ কামাল , কাজী আহসান আহমেদ ,হুমায়ুন আহমেদ চৌধুরি ,অলিউর রহমান তুরান , শ্যমল কান্তি ,শাহ আলম ,আবদুল আহাদ হেলাল , মুজিবুর রহমান ,আব্দুর রব চৌধুরী,মিজানুর রহমান বনাম ,নোমান আহমেদ ,শাহনুর আহমেদ ,ফটিক মিয়া ,মাহবুব চৌধুরি ,সাবের আহমেদ ,আনসার উদ্দিন ,সোহেব আহমেদ ,নোমান আহমেদ ,মারুফ রশীদ , আজাদুল ইসলাম আলমগীর খালেদ আহমেদ, জিয়াউল ইসলাম ঝিনুক ,সফিকুল ইসলাম ,আতিকুল ইসলাম ,আলমগীর হোসাইন , রুহেল আহমেদ ,টিটু চৌধুরি , আবু বক্কর ,এনামুর রহমান মনজু , বুলবুল আহমেদ ,সামিম আহমেদ , ইমরান আহমেদ , সাহেদ আহমেদ ,সাবেত আহমেদ , শাহ ইয়ামিন ,কোখন ,প্রমুখ।
এবারের বনভোজনে প্রায় ছয়শতাধিক অংশগ্রহন করেন। সবশেষে রাফেল ড্র এর মাধ্যমে মিলন মেলা শেষ হয়।
Leave a Reply