ঠাকুরগাঁও প্রতিনিধি : চলমান কারফিউতে কর্মহীন হয়ে পড়া আশ্রয়ন প্রকল্পের ২ শতাধিক মানুষকে খাদ্য সহাতায় প্রদান করেছেন ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।
শুক্রবার বিকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের হলদিবাড়ী আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের তিনি এসব খাদ্য সহায়তা প্রদান করেন।
এর আগে তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, কোটা সংস্কার আন্দোলনের সুযোগ কাজে লাগিয়ে দেশজুড়ে তাণ্ডব চালিয়েছে জামায়াত-বিএনপি-শিবির। সরকার বাধ্য হয়ে দেশে কারফিউ জারি করেছে। এ অবস্থায় আইন-কানুন মানতে গিয়ে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। তাদের পাশে দাড়ানোর নিদের্শনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাসহ কর্মহীন হয়ে পড়া মানুষদের সহযোগিতা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এমপি সুজন আরও বলেন, আমাদের গর্ব মেট্টোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সারাদেশে তাণ্ডব চালালেও এখন ভালো একটা পরিস্থিতি ফিরে এসেছে দেশ। সরকারের প্রতি আস্থা এবং দোয়া করার আহ্বান জানান তিনি।
ভানোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলওয়ার হোসেন সিদ্দিকির সভাপতিত্বে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মামুন, হলদিবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাঈদ মাহাবুব প্রমুখ এতে বক্তব্য দেন।
Leave a Reply