সুজন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। রবিবার (১১ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাণীশংকৈলে উপজেলার হোসেগাঁও ইউনিয়নের উঝধারী গ্রামে সৈয়দ আলীর স্ত্রী মেরিনা বেগম (৪৫), মেয়ে সাথী আক্তার (১৪) ও হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও গ্রামে নওশাদ আলীর ছেলে আব্দুল আলিম (৩০)।
রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান আহম্মেদ হোসেন বিপ্লব জানান, সকাল থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে ধানখেতে কাজ করছিলেন সৈয়দ আলী।
হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা বাড়িতে ফিরছিলেন। পথে বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনা স্থলেই মা-মেয়ে নিহত হন।
এ দিকে আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হবিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে নওশাদ আলীর ছেলে আব্দুল আলিম ধানক্ষেতে কাজ করছিলেন। দুপুরে বজ্রপাতে তিনি নিহত হন।
You cannot copy content of this page