স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের কুড়েঘড়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যাবার সময় সামিউল(২০) নামের একজনকে ধরে পুলিশে সোপার্দ করেছেন। রাতে সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের মহেণ চন্দ্রের কুড়েঘড়ে আগুন দিয়ে পালিয়ে যাবার সময় তাকে আটক করা হয় বলে অভিযোগ উঠেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভূল্লী থানার অফিসার ইনচার্জ দুলাল উদ্দীন। আটককৃত সামিউল দারাজগাঁও গ্রামের খলিল উদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে দেবীপুর ইউনিয়নের দারাজগাঁও গ্রামের বাসিন্দা মহেণ চন্দ্রের কুড়েঘড়ে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যাবার চেষ্টা করে তারা। এসময় ওই গ্রামের সামিউল(২০) কে হাতে নাতে আটক করেন স্থানীয়রা। পরে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ দুলাল উদ্দীন বলেন, রাতে স্থানীয়রা মোবাইল ফোনে অবগত করেন ঘটনার বিষয়ে। পালিয়ে যাবার সময় একজনকে তারা আটক করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসেন সামিউলকে।
তিনি আরো বলেন, ঘটনার বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply