প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৬:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২০, ২০২৪, ৭:২১ অপরাহ্ণ
বাগমারায় বাংলাদেশ কৃষক সমিতির বিক্ষোভ সমাবেশ
রাজশাহী জেলার বাগমারা উপজেলায়
"কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও" স্লোগানে বাংলাদেশ কৃষক সমিতি বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।
মঙ্গলবার (২০ আগস্ট) বিকেল ৪ টায় রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাট গাঙ্গোপাড়ায় "বাংলাদেশ কৃষক সমিতি" বাগমারা উপজেলা কমিটির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশে "ছাত্র-জনতার বিজয়কে সংহত করতে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা, ভুমি ও পল্লী বিদ্যুৎ অফিস দূর্নীতি মুক্ত করতে জোরদার সংগ্রম গড়ে তোলা, খালবিল ও খাসজমি দখলমুক্ত করতে জনগণের ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার আহবান জানানো হয়।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সমাবেশে সভাপতিত্ব করেন, "বাংলাদেশ কৃষক সমিতি" বাগমারা উপজেলা কমিটির সভাপতি মাস্টার ইমাজ উদ্দিন। সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, বরেন্দ্র আন্দোলনের নেতা, সাবেক রাকসু ভিপি, রাগিব আহসান মুন্নাসহ অনেকে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
রাজশাহী জেলা কৃষক সমিতির সভাপতি, কৃষক নেতা ১ নং গোবিন্দ পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিজন সরকার, রাজশাহী জেলা কৃষক সমিতির সহ-সভাপতি কামাল হোসেন ও রাজশাহী জেলা কৃষক সমিতির সহ-সাধারণ সম্পাদক অজিত মন্ডল।
সমাবেশের শুরুতে একটি বিক্ষোভ মিছিল হাট গাঙ্গোপাড়া বাজার প্রদক্ষিণ করে তেঁতুলতলা মোড়ে সমাবেশ স্থলে উপস্থিত হয়।
© 2024 Probashtime