সুজন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ ভূল্লীতে দিশারী মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে রিকভারী সম্মাননা ও আলোচনা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় ভুল্লীতে প্রতিষ্ঠানের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের পরিচালক এস এম রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাদক নিরাময় চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া রিকভারীদের সম্মাননা ও উপহার প্রদান করা হয়। সুস্থতার রাস্তায় রিকভারীগণ তাদের বিভিন্ন প্রতিবন্ধকতা ও অভিজ্ঞতার বর্ণনা দেন।
সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের খণ্ডকালীন চিকিৎসক ডাঃ মোস্তাক ফিরোজ (এমবিবিএস), সাইকোলজিষ্ট মজনুর রহমান, কাউন্সিলর আমজাদ হোসেন, ভুল্লী থানার এস আই মুজিবুর রহমান, এস আই সাদেকুল ইসলাম, ৫ নং বালিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন, ভুল্লী প্রেস ক্লাবের সভাপতি আব্দুল রাজ্জাক বাপ্পী, সাধারণ সম্পাদক সুজন আলী সহ প্রতিষ্ঠানের উপদেষ্টা নাছিরুল ইসলাম বাবু, সুমন, রিয়ম,সোহেল,রনি, হামীম, সজীব প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিগণ সহ ভর্তিকৃত রোগীদের মাঝে বিশেষ খাবার পরিবেশন করা হয়।
You cannot copy content of this page